সর্বশেষ

জাতীয়গুম-নির্যাতন: ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
নির্বাচন সামনে রেখে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সিইসির বৈঠক আজ
সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা আজ
সারাদেশধলেশ্বরীতে ফেরি দুর্ঘটনা: ট্রাকসহ পানিতে ডুবে তিনজনের মৃত্যু
আন্তর্জাতিক১১ দিনের ব্যবধানে ভেনেজুয়েলার দ্বিতীয় তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র
খেলাউদ্বোধনী অনুষ্ঠানের কারণে বদলালো বিপিএলের প্রথম দিনের ম্যাচ সময়সূচি
আইন-আদালত

গুম-নির্যাতন: ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ৩:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আদেশের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরুর পথ খুলবে কি না, তা স্পষ্ট হবে।

রোববার (২১ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের এ বিষয়ে আদেশ দেয়ার কথা রয়েছে।

মামলায় অভিযুক্ত ১৭ জনের মধ্যে গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তা হলেন- র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র‍্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ এবং সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।

গত ১৪ ডিসেম্বর অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষের আইনজীবীরা বিভিন্ন গ্রাউন্ডে অব্যাহতির আবেদন করেন। অপরদিকে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আজকের দিন আদেশের জন্য নির্ধারণ করেন।

এর আগে, ৩ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ গঠনের শুনানি শেষ করেন। তিনি টিএফআই সেলের ভয়াবহতার বর্ণনা দিয়ে বলেন, গুম হওয়া ব্যক্তিদের কারও ক্ষেত্রে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হতো, আবার কাউকে বছরের পর বছর অজ্ঞাত স্থানে আটকে রাখা হতো।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা ১০ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। একই সঙ্গে পলাতক আসামিদের হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। পরে ৮ অক্টোবর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ট্রাইব্যুনাল ১৭ জনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন