পাবনায় ওয়াজ মাহফিলে দোকান বসানো নিয়ে বিরোধ, নিহত ১
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৫:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনা শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দোকান বসানো নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সুজন মোল্লা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় শরবত বিক্রেতা ছিলেন।
নিহত সুজন মোল্লা পাবনার সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের সাইফুল মোল্লার ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহান ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক সোহান ইসলাম পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামের শরিফ প্রামাণিকের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দারুল আমান ট্রাস্ট আয়োজিত ওয়াজ মাহফিল উপলক্ষে ট্রাস্ট সংলগ্ন এলাকায় দোকান বসানো নিয়ে বুধবার (১৭ ডিসেম্বর) সকালে সুজন ও সোহানের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং সোহান ছুরি দিয়ে সুজনকে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সন্ধ্যায় রাজশাহীর পথে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সোহান ইসলামকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
১১৬ বার পড়া হয়েছে