সর্বশেষ

জাতীয়ছেঁড়া ও পোড়া নোট বদলে মূল্য ফেরতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৪৫ হাজার
হাদি হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামির বাবা–মা গ্রেফতার
টিসিবিতে ৩৬ জেলায় নতুন পরিবেশক নিয়োগ, আবেদন শুরু
ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, ৫৯ বাংলাদেশিসহ ৬১ জন উদ্ধার
সারাদেশনানা বিতর্কের মধ্যেই আজ রাবির দ্বাদশ সমাবর্তন
হাদির ওপর হামলায় ‘ব্যবহৃত’ পিস্তলসহ গুলি নরসিংদী থেকে উদ্ধার
আন্তর্জাতিকফিলিস্তিনিসহ ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
খেলানিজের সর্বোচ্চ মূল্যে দল পেয়ে আইপিএল নিলামে ইতিহাস গড়লেন মুস্তাফিজ
জাতীয়

টিসিবিতে ৩৬ জেলায় নতুন পরিবেশক নিয়োগ, আবেদন শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৩:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের ৩৬টি জেলার বিভিন্ন উপজেলায় নতুন পরিবেশক নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিতরণ কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হবে।

টিসিবি জানিয়েছে, আগ্রহীরা আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, টিসিবির ক্রয় করা নিত্যপ্রয়োজনীয় পণ্য নির্ধারিত উপকারভোগী পরিবার ও সাধারণ জনগণের কাছে ভর্তুকি দামে বিক্রির জন্য এসব পরিবেশক নিয়োগ করা হবে। যেসব জেলায় পরিবেশক নিয়োগ দেওয়া হবে, সেগুলোর মধ্যে রয়েছে সাতক্ষীরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, বরিশাল, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, শেরপুর ও নেত্রকোনা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব জেলার যেসব সিটি করপোরেশন, ওয়ার্ড, পৌরসভা কিংবা ইউনিয়নে বর্তমানে পরিবেশক নেই, সেসব এলাকায় নতুন করে পরিবেশক নিয়োগ দেওয়া হবে। বর্তমানে সারা দেশে টিসিবির পরিবেশকের সংখ্যা ৮ হাজার ২৭৫ জন।

পরিবেশক হতে ইচ্ছুকদের কেবল অনলাইনে আবেদন করতে হবে। ১৬ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। টিসিবি কার্যালয়ে সরাসরি কিংবা ডাক ও কুরিয়ারের মাধ্যমে পাঠানো কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফি হিসেবে ৫ হাজার টাকা (অফেরতযোগ্য) এক-পের (অ্যাপ ও ওয়েবভিত্তিক) মাধ্যমে পরিশোধ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য টিসিবির ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, টিসিবি সারা দেশে নিম্নআয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য সরবরাহ করে থাকে। বর্তমানে সংস্থাটির নিয়মিত কার্যক্রমের আওতায় ৬৩ লাখ স্মার্ট কার্ডধারী পরিবার প্রতি মাসে নির্ধারিত পণ্য কিনতে পারছে। একজন কার্ডধারী ভর্তুকি দামে দুই লিটার ভোজ্য তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি ক্রয়ের সুযোগ পান। বিশেষ সময়ে এর সঙ্গে অতিরিক্ত পণ্যও যুক্ত করা হয়।

টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনার জন্য সরকার চলতি বছরের মার্চে ‘পরিবেশক নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫’ জারি করেছে। নতুন নীতিমালা অনুযায়ী, পৌরসভা বা সিটি করপোরেশন এলাকার প্রতি ওয়ার্ডে একজন এবং অন্যান্য অঞ্চলের প্রতি ইউনিয়নে একজন করে পরিবেশক নিয়োগ দেওয়া হবে। তবে কোনো ইউনিয়নে উপকারভোগী পরিবারের সংখ্যা ১ হাজার ৫০০ ছাড়িয়ে গেলে সেখানে একাধিক পরিবেশক নিয়োগের সুযোগও রাখা হয়েছে।
 

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন