সর্বশেষ

জাতীয়ছেঁড়া ও পোড়া নোট বদলে মূল্য ফেরতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৪৫ হাজার
হাদি হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামির বাবা–মা গ্রেফতার
টিসিবিতে ৩৬ জেলায় নতুন পরিবেশক নিয়োগ, আবেদন শুরু
ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, ৫৯ বাংলাদেশিসহ ৬১ জন উদ্ধার
সারাদেশনানা বিতর্কের মধ্যেই আজ রাবির দ্বাদশ সমাবর্তন
হাদির ওপর হামলায় ‘ব্যবহৃত’ পিস্তলসহ গুলি নরসিংদী থেকে উদ্ধার
আন্তর্জাতিকফিলিস্তিনিসহ ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
খেলানিজের সর্বোচ্চ মূল্যে দল পেয়ে আইপিএল নিলামে ইতিহাস গড়লেন মুস্তাফিজ
প্রবাস

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, ৫৯ বাংলাদেশিসহ ৬১ জন উদ্ধার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ২:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভূমধ্যসাগরে মাল্টার উপকূলের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত একজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ৫৯ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৬১ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে মাল্টার উদ্ধারকারী সংস্থাগুলো।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, নৌকাটি লিবিয়ার উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। শুক্রবার সকালে মাল্টার সার্চ অ্যান্ড রেসকিউ অঞ্চলে পৌঁছানোর পর নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে সেটি পানিতে ডুবে যায়।

খবর পাওয়ার পর মাল্টার কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট উদ্ধারকারী দল দ্রুত অভিযান চালিয়ে নৌকায় থাকা অভিবাসীদের উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন হাইপোথারমিয়ায় আক্রান্ত ছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে, শুক্রবারের এই উদ্ধার অভিযানটি সাম্প্রতিক বছরগুলোতে মাল্টায় অনিয়মিত অভিবাসী আগমনের অন্যতম বড় ঘটনা। ২০২০ সালে দেশটিতে প্রায় দুই হাজার ২০০ জন অভিবাসী পৌঁছালেও কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার কারণে পরবর্তী বছরগুলোতে এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসে। গত বছর মাল্টায় আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল মাত্র ২৩৮ জন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরে গত সপ্তাহ পর্যন্ত মাল্টায় অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ জনে। তবে একই সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছেন প্রায় এক লাখ ৩৬ হাজার অভিবাসনপ্রত্যাশী। তাদের মধ্যে অন্তত ৬৪ হাজার ইতালি এবং ৪৪ হাজার গ্রিসে পৌঁছেছেন।

মাল্টায় বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে কনস্যুলার সেবা গ্রহণ করেন। এ বিষয়ে এথেন্সের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ঘটনাটি নিয়ে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য পৌঁছায়নি।
 

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন