সাহিত্য
এতো ভালোবাসা!
অদ্ভুত ব্যাপার
গুলশান চৌধুরী
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৫:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
এতো ভালোবাসা!
লাল ভালোবাসা আমাকে রাঙিয়ে দিলো।
মন ভালো হয়ে গেলো।
আহা!
কি আনন্দ!
নিজের পছন্দের একজন মানুষ থাকা ভালো
সে না জানলেও যার পছন্দ সে নানা কীর্তিকলাপ করে।
এটা বেশ মজার।
এটা আমি কতোভাবে যে উপলব্ধি করি-
তুমি কিছুই জানো না।
ভাগ্যিস তোমার সাথে আমার পরিচয় হয়েছিলো।
মানুষের মন বিচিত্র।
কে যে কেমন কি ভালোবাসে বোঝা মুশকিল।
এই যে তোমাকে আমি একা ফিল করি এটাই আমার আনন্দ।
এই যে লিখলাম তুমি যতো তারাতারি দেখবে ততো ভালো-
না হলে পরে লজ্জা লাগবে।
মনে হবে ছিঃ!
কি লিখেছি এসব।
শরমহীন বেহায়া। এটাও আনন্দ।
তোমাকে নিয়ে একটু অন্যরকম সময় কাটে।
অথচ তুমি কিছুই জানো না।
এগুলো শুধু তোমার সাথেই হয়।
কতো মানুষ আছে কারো সাথে হয় না।
এ এক অদ্ভুত ব্যাপার!
১৮৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন