বুদ্ধিজীবী দিবসে কুড়িগ্রামে আলোকশিখা প্রজ্বলন ও আলোচনা সভা
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ৪:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
'স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি'-এই শ্লোগানকে সামনে রেখে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুড়িগ্রামে আলোকশিখা প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগীতশিল্পী শামসুল ইসলাম সুমন, বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী, বাসদ নেতা অ্যাডভোকেট আবুল বাসার মন্ডল, জাসদ নেতা ইসমাইল হোসেন বাদল, সাংস্কৃতিক সংগঠক সুব্রতা রায়, দুলাল বোস, শাহানুর রহমান, ইমতে আহসান শিলু, শ্যামল ভৌমিক, প্রতিমা চৌধুরী, সাতকুড়ি রায় নিলু, সাংবাদিক আতাউর রহমান বিপ্লব ও নাট্যশিল্পী মোস্তাফিজার রহমানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাদের অবদান কখনোই বিস্মৃত হওয়ার নয়।
আলোচনা শেষে উপস্থিত সাংস্কৃতিক কর্মীরা মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
১২৮ বার পড়া হয়েছে