গণতন্ত্রের যাত্রা শুরু, গুলি করে থামানো যাবে না : মুরাদ
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৫:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, নির্বাচনের ট্রেন এবং গণতন্ত্রের যাত্রা শুরু হয়ে গেছে।
এই যাত্রা কাউকে গুলি করে থামানো যাবে- এমন ধারণা যারা পোষণ করে তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ধামরাই পৌর শহরে উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যাত্রাবাড়ী মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে ইয়াসিন ফেরদৌস মুরাদ আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
১১৬ বার পড়া হয়েছে