সর্বশেষ

জাতীয়ওসমানের ওপর হামলা ষড়যন্ত্রের অংশ: ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, হামলার বিচার ও সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস
হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চেয়ে পুলিশের অনুরোধ
হাদির অবস্থা ক্রমেই সংকটাপন্ন, ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ : চিকিৎসক
হামলাকারীদের পরিচয় নিশ্চিত, যেকোনও সময় গ্রেফতার: ডিএমপি কমিশনার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর
সারাদেশওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ
ঝালকাঠিতে ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি
আন্তর্জাতিকইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিসহ ৯ অধিকারকর্মী আটক
এশীয় পণ্যে মেক্সিকোর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত, ক্ষতির মুখে রপ্তানিকারকরা
খেলা২৪ ঘণ্টায় ৫০ লাখ টিকিট আবেদন, উচ্চমূল্যের মধ্যেও আগ্রহ অব্যাহত
দুর্নীতির অভিযোগে ভারতীয় চার ক্রিকেটারকে সাময়িক নিষিদ্ধ
খেলা

দুর্নীতির অভিযোগে ভারতীয় চার ক্রিকেটারকে সাময়িক নিষিদ্ধ 

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চার ভারতীয় ক্রিকেটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। নিষিদ্ধ হওয়া ক্রিকেটাররা হলেন-অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠি ও অভিষেক ঠাকুরি।

এসিএ সূত্রে জানা গেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই চার ক্রিকেটার আসাম ক্রিকেটের কোনো স্তরের স্বীকৃত প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। তাদের বিরুদ্ধে গোহাটিতে একটি এফআইআর দাখিল করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন।

অভিযোগ অনুযায়ী, লক্ষ্ণৌতে অনুষ্ঠিত সৈয়দ মুশতাক আলী ট্রফির ম্যাচ চলাকালীন আসাম দলের কয়েকজন খেলোয়াড়কে দুর্নীতিতে জড়ানোর জন্য প্ররোচনা দিয়েছিলেন অভিযুক্তরা। সংশ্লিষ্ট ম্যাচগুলো গত ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়। তবে তারা ঠিক কী ধরনের দুর্নীতির প্রস্তাব দিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

নিষিদ্ধ চার ক্রিকেটার আসামের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে অংশ নিলেও তারা কেউই বর্তমান রাজ্য দলের সদস্য নন।

এ বিষয়ে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সনাতন দাস জানান, অভিযোগ ওঠার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন ইউনিটের সহায়তায় প্রাথমিক তদন্ত করা হয়েছে। তিনি বলেন, 'অভিযুক্তরা গুরুতর আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে ধারণা করা হচ্ছে। সে কারণেই ফৌজদারি কার্যক্রম শুরু করা হয়েছে।'

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতের স্বীকৃত ক্রিকেটের সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চার ক্রিকেটারের বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপ সেই প্রচেষ্টারই অংশ বলে মনে করা হচ্ছে।

এদিকে, চলতি মৌসুমের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আসাম দল।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন