সারাদেশ
পিরোজপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি ও জামায়াত।
তফসিল স্বাগত জানিয়ে পিরোজপুরে আনন্দ মিছিল
আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ৬:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি ও জামায়াত।
বৃহস্পতিবার রাতে দল দুটি পৃথকভাবে শহরের বিভিন্ন সড়কে মিছিল নিয়ে বের হয়।
মিছিলগুলো শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শেষ হয়। এতে অংশ নেওয়া নেতাকর্মীরা ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে স্লোগান দেন। তারা আগামী নির্বাচনে ভোটারদের গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
নেতাকর্মীরা বলেন, সকলের সহযোগিতায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন