রাজনীতি
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাহউদ্দিন হলেও সেখানে পাল্টে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ লায়ন আসলাম চৌধুরীর সমর্থনে আলোচনায় উঠে এসেছেন চসিকের সাবেক মেয়র মনজুর আলম মঞ্জু।
চট্টগ্রাম-৪ এ নতুন সমীকরণ
আসলামের ‘সবুজ সংকেত’ পেয়ে মাঠে নামতে পারেন মঞ্জু
চট্টগ্রাম প্রতিনিধি
বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ ৩:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাহউদ্দিন হলেও সেখানে পাল্টে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ লায়ন আসলাম চৌধুরীর সমর্থনে আলোচনায় উঠে এসেছেন চসিকের সাবেক মেয়র মনজুর আলম মঞ্জু।
সীতাকুণ্ডের সূত্রগুলোর দাবি, আসলাম চৌধুরী তার অনুসারীদের মঞ্জুর পক্ষে সংগঠিত হতে নির্দেশ দিয়েছেন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে দলের পক্ষ থেকে ইতিবাচক সিগন্যাল না পেলে মঞ্জু বাংলাদেশ ইসলামি ফ্রন্টের ব্যানারে প্রার্থী হওয়ার প্রস্তুতিও নিচ্ছেন। এ বিষয়ে সম্প্রতি খুলশিতে দুই নেতার মধ্যে বৈঠক হয়েছে, যেখানে আসলামের ঘনিষ্ঠরা মঞ্জুর পক্ষে মাঠে কাজ করার বার্তা পেয়েছেন।
আওয়ামী লীগের সাবেক নেতা ও ব্যবসায়ী মনজুর আলম মঞ্জু দুই বারের সাবেক এমপি দিদারুল আলমের চাচা। তাদের নতুন রাজনৈতিক মেরুকরণ চট্টগ্রাম-৪ আসনের নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।
১২৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন