আন্তর্জাতিক
মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ এলাকায় একটি হাসপাতালে বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন।
মিয়ানমারে হাসপাতালে বিমান হামলায় কমপক্ষে ৩১ নিহত
ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ ৭:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ এলাকায় একটি হাসপাতালে বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এই ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও অন্তত ৬৮ জন।
স্থানীয় সহায়তাকর্মী ওয়াই হুন অং জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তের কাছাকাছি জেনারেল হাসপাতালে সামরিক বাহিনী একটি বিমান থেকে বোমা হামলা চালায়। তিনি বলেন, "পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মৃতের সংখ্যা এখনও নিশ্চিত করা গেছে ৩১ জন, তবে আশঙ্কা আরও বাড়তে পারে।"
সংঘাত বিষয়ক পর্যবেক্ষকরা বলছেন, ২০২১ সালে বেসামরিক সরকার উৎখাতের পর থেকে সামরিক বাহিনী বছরের পর বছর বিমান হামলা চালিয়ে আসছে। আগামী ২৮ ডিসেম্বর দেশটিতে নির্বাচনের আয়োজন হওয়ার কথা থাকায় সামরিক বাহিনী বিভিন্ন স্থানে হামলা তীব্র করছে।
এএফপি জানায়, সামরিক বাহিনী নির্বাচনের আগে ভয় সৃষ্টি করতে এবং বিরোধী গোষ্ঠীকে লক্ষ্য করে এ ধরনের হামলা চালাচ্ছে।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন