বেলকুচিতে তাঁত ব্যবসায়ীর উপর সশস্ত্র ডাকাতি, ২৭ লাখ টাকা লুট
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের বেলকুচিতে গত ৮ ডিসেম্বর বিকেলে এক সশস্ত্র ডাকাতি ঘটেছে। বেলকুচি উপজেলার মুকন্দগাতী বাজারের পশ্চিমে তাঁত কাপড় প্রসেস মিলের এজেন্ট মজিদুল ইসলাম মোহন ভুইয়ার (গদি ঘরে) ডাকাত দলের হামলার শিকার হন।
হামলায় মোহন ভুইয়া গুরুতর আহত হন এবং দুই ব্যবসায়ী মোশারফ মিয়া ও রবিন হোসেনও মারধরে আহত হন।
মোহন ভুইয়ার ছেলে একরামুল হক জানিয়েছেন, তার বাবার ব্যবসায়িক সফলতা দেখেই ডাকাতরা আগে থেকেই বিভিন্ন সময়ে চাঁদা দাবি করত। চাঁদা না দেওয়ায় সোমবার বিকেলে ডাকাতরা দা, লোহার রড, বাঁশের লাঠি ও অন্যান্য অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়ে ক্যাশে ও ব্যাগে থাকা ২৭ লাখ টাকা লুট করে চলে যায়। হামলার সময় পাশের ব্যবসায়ীরা বাধা দিতে গেলে তাদেরও আক্রমণ করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. শিমুল তালুকদার জানান, আহতরা বর্তমানে চিকিৎসাধীন এবং দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিসি ক্যামেরায় ধরা পড়া ভিডিওর মাধ্যমে বেলকুচির শীর্ষ সন্ত্রাসী হোসেন আলী ও তার দলের সদস্যদের শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত কোনো গ্রেফতারি বা লুট হওয়া টাকা উদ্ধার করা যায়নি।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, 'বেলকুচি থানায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনার স্থান পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
১৯০ বার পড়া হয়েছে