২ উপদেষ্টার সম্ভাব্য পদত্যাগ, ৩ মন্ত্রণালয়ের দায়িত্বে রদবদলের আলোচনা
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৩:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই সদস্য- মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া- পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন বলে সরকারি সূত্র জানিয়েছে।
তাঁদের পদত্যাগের ফলে তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া-এই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ শূন্য হবে।
বর্তমানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মাহফুজ আলম আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে। এসব পদ শূন্য হয়ে গেলে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে নাকি বর্তমান উপদেষ্টাদের মধ্যেই দায়িত্ব পুনর্বণ্টন করা হবে- তা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনার চলছে।
সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, উপদেষ্টা আদিলুর রহমান খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেওয়া হতে পারে। বর্তমানে তিনি গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনিয়ম-সংক্রান্ত গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনের কারণে শুরুতে দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। সরকার শেষ পর্যন্ত তাঁকে রাজি করাতে সক্ষম হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অন্যদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে তথ্য ও সম্প্রচার এবং যুব ও ক্রীড়া-দুটি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা সেই সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। নাহিদ ইসলাম প্রথমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হন। পরবর্তী সময়ে দায়িত্ব পুনর্বণ্টনের মাধ্যমে আসিফ মাহমুদ শ্রম মন্ত্রণালয় এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও পান।
এদিকে ছাত্রনেতাদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের সময় নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। তাঁর পদে পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান মাহফুজ আলম।
আসন্ন নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব কারা পাবেন, তা নিয়ে এখন সরকারের অভ্যন্তরে চূড়ান্ত আলোচনা চলছে।
১১৬ বার পড়া হয়েছে