আন্তর্জাতিক
রাশিয়ার রাজধানী মস্কোর নিকটবর্তী ইভানোভো অঞ্চলে রুশ সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে এতে থাকা সাতজনই নিহত হয়েছেন।
মস্কোর কাছে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, ৭ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৩:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাশিয়ার রাজধানী মস্কোর নিকটবর্তী ইভানোভো অঞ্চলে রুশ সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে এতে থাকা সাতজনই নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে পাইলটসহ ক্রু ও পরীক্ষামূলক ফ্লাইটে থাকা অন্যান্য সদস্যরা ছিলেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গতকাল মঙ্গলবার এএন-২২ সিরিজের সামরিক পরিবহন বিমানটি পরীক্ষামূলকভাবে আকাশে ওড়ানোর কিছুক্ষণ পরই দুর্ঘটনার শিকার হয়। বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় আগে তা মেরামত করা হয় এবং এরপরই টেস্ট ফ্লাইট পরিচালনা করা হচ্ছিল।
টেক–অফের অল্প সময় পর বিমানটি ইভানোভো জেলার একটি জনশূন্য এলাকায় পড়ে আছড়ে পড়ে। মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চলে জনবসতি না থাকায় অতিরিক্ত ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে।
১১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন