প্রবাস
মালদ্বীপের রাজধানী মালেতে হৃদরোগে আক্রান্ত হয়ে ১২ ঘণ্টার ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
মালদ্বীপে হৃদরোগে আক্রান্ত দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু
ডেস্ক রিপোর্ট
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৭:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মালদ্বীপের রাজধানী মালেতে হৃদরোগে আক্রান্ত হয়ে ১২ ঘণ্টার ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
মারা যাওয়া ব্যক্তিদের নাম আহমেদ কামাল (৪৮) ও সেলিম উদ্দিন (৬৪)। উভয়েরই বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায়।
বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন জানান, শনিবার পৃথকভাবে এই দু’টি ঘটনা ঘটে। দুইজনকেই অসুস্থ অবস্থায় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আহমেদ কামালের লাশ দেশে পাঠানোর খরচ তার ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে, এবং প্রক্রিয়াটি ইতোমধ্যেই শুরু হয়েছে। অন্যদিকে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে মালদ্বীপে অবস্থান করা সেলিম উদ্দিনের লাশ দেশে পাঠানোর খরচ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে এবং দূতাবাসের সহযোগিতায় করা হয়েছে।
১৮৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন