জাতীয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা: ইসি
স্টাফ রিপোর্টার
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী আগামী নির্বাচনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
রোববার বিকেলে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, তফসিল ঘোষণার অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) জাতির উদ্দেশে ভাষণ বিটিভির মাধ্যমে প্রচারের প্রস্তুতি চলছে। এ জন্য শিগগিরই বিটিভিকে রেকর্ডিংয়ের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হবে।
দিনব্যাপী অনুষ্ঠিত কমিশনের ১০ম বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনার, ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৫৯৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন