জাতীয়
প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেলের ওপর প্রকাশিত অধ্যাদেশের খসড়া এবং মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা।
স্কুলিং মডেল বাতিলের দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ
স্টাফ রিপোর্টার
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেলের ওপর প্রকাশিত অধ্যাদেশের খসড়া এবং মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা।
আজ রোববার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে শুরু হওয়া অবরোধের আগে, বেলা ১১টার দিকে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। এরপর সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল আকারে যোগ দিয়ে শাহবাগ মোড় সম্পূর্ণভাবে অবরোধ করেন।
এখন পর্যন্ত শাহবাগ মোড়ে যানচলাচল বন্ধ রয়েছে, যা ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতিতে জটিলতা সৃষ্টি করেছে।
২২৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন