রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতির গলাকাটা লাশ উদ্ধার
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রংপুরের তারাগঞ্জে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার রাতের কোনো এক সময়ে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবনা রায়কে তাদের নিজ বাড়িতে গলাকাটা অবস্থায় হত্যা করা হয়।
তারাগঞ্জ থানা পুলিশ বিষয়টি রোববার সকালে নিশ্চিত করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত দম্পতি রহিমাপুর বীর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তাদের বড় ছেলে সুবেন চন্দ্র রায় জয়পুরহাটে পুলিশের এএসআই হিসেবে কর্মরত আছেন, আর ছোট ছেলে রাজেশ খান্না রায় ঢাকায় পুলিশের চাকরি করছেন।
দম্পতির বাড়ির কাজের লোক দিপক রায় জানান, তিনি রবিবার সকালে নিয়ম মতো বাড়ির গেটের সামনে ডাকাডাকি করেছিলেন। কোনো সাড়া না পেয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে মই ব্যবহার করে বাড়ির ভিতরে প্রবেশ করলে তিনি স্বামী-স্ত্রী উভয়ের গলাকাটা লাশ দেখতে পান।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন। পুলিশ নিহত দম্পতির হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে।
২২৯ বার পড়া হয়েছে