ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের উদ্বোধন
শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ৮:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
‘পরিকল্পিত পরিবার নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ।
শনিবার সকালে জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ফিতা কাটা ও বেলুন উড়িয়ে সপ্তাহটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ।
এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোজাম্মেল করিম, সহকারী পরিচালক ওয়ালিউর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মাহবুবা আখতার তাবীয়া, ডা. সাদমান ফাহিম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, রিপোটার্স ইউনিটির সভাপতি এম এ কবিরসহ অন্যান্য কর্মকর্তারা।
স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। সপ্তাহজুড়ে মা ও শিশুর স্বাস্থ্যসেবা সহজীকরণ এবং পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
১০৩ বার পড়া হয়েছে