ঝিনাইদহে মুরাদ হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ২:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহ শহরের পবহাটিতে ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী মুরাদ হোসেন হত্যার মামলায় র্যাব-৬ আরও দুই আসামিকে গ্রেফতার করেছে।
র্যাবের অভিযান অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ঢাকা জেলার সাভারের কুমারবাড়ী এলাকা থেকে আসামীরা ধরা পড়ে।
গ্রেফতারকৃতরা হলো ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার খলিলুর রহমানের ছেলে সুলতান আহম্মেদ সোনা এবং ভুটিয়ারগাতী এলাকার আক্তার হোসেনের ছেলে লাল। র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, 'মুরাদ হত্যা মামলার আসামীরা সাভারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।' শুক্রবার দুপুরে আসামীদের সদর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর ঝিনাইদহ শহরের পবহাটি সিটিমোরে মুরাদ হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। নিহতের স্ত্রী সাথী বেগম বাদি হয়ে সদর থানায় মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত মোট চারজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, বাকি আসামীদের ধরা পড়ার জন্য অভিযান অব্যাহত আছে।
১০৮ বার পড়া হয়েছে