শিবালয়ে নবাগত ইউএনও মনিষা রানীর ব্যতিক্রমী সভা
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ২:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যোগদানের মাত্র তিন দিনের মাথায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এক ব্যতিক্রমী মতবিনিময় সভার আয়োজন করেন।
উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
সভায় অংশগ্রহণকারীরা জানান, আয়োজনের ধরন, উন্মুক্ত আলোচনা এবং সকলকে সম্পৃক্ত করার চেষ্টা পুরো অনুষ্ঠানকে ব্যতিক্রমী করে তুলেছে। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. দবির উদ্দিন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম সভায় বলেন, শিবালয়ের মানুষের আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব তাঁকে মুগ্ধ করেছে। নবাগত ইউএনওর নেতৃত্বে উপজেলা উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আশা ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী সভার আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
নিহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক বলেন, “অন্যান্য মতবিনিময় সভার তুলনায় এ আয়োজন ছিল সম্পূর্ণ ভিন্ন। সাজসজ্জা থেকে শুরু করে সামগ্রিক পরিবেশ-সবই ছিল মননশীল। ইউএনও সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। তাঁর নেতৃত্বে শিবালয় আরও অগ্রসর হবে বলে আমরা বিশ্বাস করি।”
বীরমুক্তিযোদ্ধা ও উপস্থিত অন্যান্য অংশগ্রহণকারীরা জানান, দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই ইউএনওর এমন অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ তাদেরকে আশাবাদী করেছে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মনিষা রানী কর্মকার বলেন, “যোগদানের তিন দিনের মাথায় সবার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের। আপনাদের সহযোগিতা নিয়ে শিবালয় উপজেলার সামগ্রিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।”
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা ডা. জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু ব্যাপারী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, যুবদল ও জামায়াতের নেতা, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. আমান উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার, শিবালয় প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
১০৬ বার পড়া হয়েছে