৩০টিরও বেশি দেশের ওপর যুক্তরাষ্ট্রের প্রবেশ নিষেধাজ্ঞা
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ১:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র ৩০টিরও বেশি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
নোয়েম বলেন, নিষিদ্ধ দেশের সঠিক সংখ্যা তিনি প্রকাশ করতে চান না, তবে তালিকায় ৩০টিরও বেশি দেশ রয়েছে। তিনি জানান, প্রেসিডেন্ট নিয়মিতভাবেই এসব দেশের পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং প্রয়োজন অনুযায়ী তালিকা হালনাগাদ করা হবে।
সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয় ট্রাম্প প্রশাসন কি নিষিদ্ধ দেশের সংখ্যা ৩২-এ উন্নীত করতে যাচ্ছে কি না। এর জবাবে নোয়েম জানান, বিষয়টি পর্যালোচনায় রয়েছে, তবে তিনি কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতে রাজি নন।
ভ্রমণ নিষেধাজ্ঞার যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, 'যেসব দেশ স্থিতিশীল সরকার গঠন করতে ব্যর্থ, কিংবা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বাইরের সহায়তার ওপর সম্পূর্ণ নির্ভরশীল-তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়ার প্রয়োজনীয়তা কোথায়? একইভাবে আমাদের নাগরিকদেরও এসব দেশে ভ্রমণ করা উচিত নয়।'
সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে এক আফগান শরণার্থীর গুলিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্য নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র সরকার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন-সংক্রান্ত সব ধরনের প্রক্রিয়া স্থগিত করে দেয়।
অভিবাসন কার্যক্রম স্থগিত করা দেশগুলো হলো- আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, চাদ, কিউবা, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা এবং ইয়েমেন।
১০৬ বার পড়া হয়েছে