সর্বশেষ

জাতীয়ভোরে কেঁপে উঠল রাজধানী, অল্পমাত্রার ভূমিকম্পে আতঙ্ক
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, মেডিকেল টিমের পর্যবেক্ষণ অব্যাহত
সারাদেশঈশ্বরদীতে ৮ কুকুরছানা হত্যার ঘটনায় মামলা; অভিযুক্ত নারী গ্রেপ্তার
আন্তর্জাতিকহামাসের ফেরত দেওয়া দেহাবশেষ জিম্মিদের নয় বলে দাবি ইসরায়েলের
খেলাটি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে, চূড়ান্ত হয়েছে বাংলাদেশের দল
রাজনীতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, মেডিকেল টিমের পর্যবেক্ষণ অব্যাহত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ ১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল হলেও অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণ, উন্নতি–অবনতি মিলিয়ে সামগ্রিক অবস্থাই প্রায় একই রকম। সারাদেশে উদ্বেগ, অপেক্ষা ও প্রার্থনার মধ্যেই কেটেছে গত ২৪ ঘণ্টা।

যুক্তরাজ্য থেকে আগত প্রখ্যাত মেডিকেল বিশেষজ্ঞ ড. রিচার্ড বেলে বুধবার ঢাকায় পৌঁছেই এভারকেয়ার হাসপাতালে সরাসরি গিয়ে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক প্রতিবেদন পর্যালোচনা করেন। তাঁর আগমনের কয়েক ঘণ্টা পর রাতেই চীন থেকে আরও চারজন চিকিৎসক ঢাকায় এসে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হন। তাঁদের নাম- কাই জিয়ানফাং, ইউয়ান জিন, ঝাং ইউহুই ও মেং হং।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে উপস্থিত থেকে বিদেশি চিকিৎসকদের স্বাগত জানান। বিএনপি সূত্রের বরাতে জানা গেছে, চীনা মেডিকেল টিম গতরাত থেকেই সক্রিয়ভাবে চিকিত্‍সা পরামর্শ দিচ্ছে এবং আন্তর্জাতিক পর্যায়ের নিউরোলজি, কার্ডিয়াক ও পালমোনারি বিশেষজ্ঞরা সমন্বিতভাবে বেগম জিয়ার স্বাস্থ্যপরিকল্পনায় যুক্ত আছেন।

মেডিকেল বোর্ডের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে- ফুসফুসের সংক্রমণজনিত জটিলতা কিছুটা কমেছে, তবে হৃদ্‌যন্ত্রের সমস্যাটি এখনও উদ্বেগের জায়গায় রয়েছে। অন্যান্য শারীরিক জটিলতাও আগের অবস্থানে আছে বলেই জানা যায়।

বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড চিকিৎসা পরিচালনা করছে। চিকিৎসকরা বলেছেন, পরবর্তী কয়েকদিন খালেদা জিয়ার অগ্রগতি বা ঝুঁকি নিয়ে সিদ্ধান্তমূলক পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি।

বুধবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি প্রায় আধঘণ্টা অবস্থান করেন এবং চিকিৎসকদের কাছ থেকে সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত শুনে আশ্বস্ত হন।

এ সময় তাঁর সাথে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

হাসপাতালে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার পরিবারের সদস্য- ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এভারকেয়ার হাসপাতালের প্রধান ফটকে কাঁটাতারের ব্যারিকেড বসানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ, বিজিবি, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন আছে। পাশাপাশি হাসপাতালের নিকটবর্তী মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন নির্ধারিত হওয়ায় এলাকাজুড়ে সতর্কতা আরও জোরদার করা হয়েছে।

সরকার অপপ্রচার বা গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে।

বেগম জিয়াকে বিদেশে নেওয়া যাবে কিনা- সেই প্রশ্ন এখনও উন্মুক্ত। সিদ্ধান্ত নির্ভর করছে আন্তর্জাতিক মেডিকেল টিমের চূড়ান্ত মতামতের ওপর। তাঁদের রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। সেইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কিনা, সেটাও অনেকটাই নির্ভর করছে চিকিৎসা সিদ্ধান্তের ওপর।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং প্রায় চার মাস সেখানেই চিকিৎসা নিয়ে মে মাসে দেশে ফেরেন।

গতকালও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে নেতারা হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

ফয়জুল করীম সাংবাদিকদের বলেন, “দায়িত্বশীলদের থেকে খবর নিয়েছি, আগের মতোই আছে। বড় কোনো পরিবর্তনের কথা তাঁরা জানাননি।”

দেশের অন্যতম প্রবীণ রাজনৈতিক নেতা বেগম খালেদা জিয়া এক সংকটকাল অতিক্রম করছেন। চিকিৎসাবোর্ডের পর্যবেক্ষণ, আন্তর্জাতিক চিকিৎসকদের উপস্থিতি ও সর্বোচ্চ নিরাপত্তা নির্দেশ করছে- অবস্থা গুরুত্বের, তবে নিয়ন্ত্রণে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন