ইইউবিতে ভোক্তা অধিকার সুরক্ষা ও আইনি পেশাদারিত্ব বিষয়ে সেমিনার
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ ১২:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
ভোক্তা অধিকার সুরক্ষা ও আইনি পেশায় পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রাজধানীর গাবতলী স্থায়ী ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা বিভাগের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এবং সহকারী জজ রাগীব মোস্তফা নাঈম। তারা ভোক্তা অধিকার বাস্তবায়ন, আইনি কাঠামো, অভিযোগ ব্যবস্থাপনা এবং পেশাদার আইনজীবীদের দায়িত্ব বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, ভোক্তা অধিকার সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি তারা আইন শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের আইনি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখার আহ্বান জানান।
সেমিনার সম্পর্কে ইইউবি উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম মরতুজা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান বৃদ্ধি এবং ভবিষ্যৎ আইনি পেশাজীবী হিসেবে প্রস্তুত হতে সহায়তা করবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও ভোক্তা অধিকার ও আইনি পেশাদারিত্ব বিষয়ে এ ধরনের আরও উদ্যোগ নেওয়া হবে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।
১০৭ বার পড়া হয়েছে