স্টিভেন গিলবোল্টের পদত্যাগের পর কানাডায় মন্ত্রিসভায় ক্ষুদ্র রদবদল
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ ৫:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত সপ্তাহে পরিবেশমন্ত্রী স্টিভেন গিলবোল্টের পদত্যাগের পর সোমবার মন্ত্রিসভায় সীমিত পরিসরে রদবদল করেছেন। গিলবোল্টের দায়িত্ব পুনর্বণ্টনকেই এ পরিবর্তনের মূল লক্ষ্য বলে সরকারি সূত্র জানায়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জাস্টিন ট্রুডোর সরকারে অভিবাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মার্ক মিলারকে এবার কানাডিয়ান আইডেন্টিটি অ্যান্ড কালচার এবং অফিশিয়াল ল্যাঙ্গুয়েজেস মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে অভিজ্ঞ এই রাজনীতিক কার্নি সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকায় আবারও ফিরলেন।
এদিকে সরকারি রূপান্তর, পাবলিক ওয়ার্কস ও প্রোকিউরমেন্ট মন্ত্রী জোয়েল লাইটবাউন্ড পাচ্ছেন আরও বড় দায়িত্ব-তিনি এখন কুইবেক লেফটেন্যান্ট হিসেবে প্রধানমন্ত্রীকে সহায়তা করবেন।
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জুলি ডাবরুসিনকে দেওয়া হয়েছে নেচার ফাইলের অতিরিক্ত দায়িত্ব, যা আগে গিলবোল্টের তত্ত্বাবধানেই ছিল।
গত বৃহস্পতিবার ফেডারেল সরকারের সঙ্গে আলবার্টার জ্বালানি খাতে সমঝোতা স্মারক স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যেই স্টিভেন গিলবোল্ট পদত্যাগ করেন। পরিবেশ বিষয়ক অগ্রাধিকারকে ক্ষুণ্ন করা হয়েছে বলে অভিযোগ করে তিনি এই চুক্তির তীব্র সমালোচনা করেন। পদত্যাগপত্রে তিনি আরও জানান, কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীকে সহায়তা করা তার পক্ষে আর সম্ভব নয় বলে মনে করেছিলেন।
ট্রুডো সরকারের সময় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য হলেও কার্নির নেতৃত্বে মার্চ মাসে দায়িত্ব গ্রহণের পর মার্ক মিলার মন্ত্রিসভায় জায়গা পাননি। এপ্রিলের নির্বাচনের পরও তিনি মন্ত্রিসভার বাইরে ছিলেন। বিশ্লেষকদের মতে, বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে অভিজ্ঞ মার্ক মিলারের পুনর্অংশগ্রহণ কার্নি সরকারের জন্য তাৎপর্যপূর্ণ।
১১৮ বার পড়া হয়েছে