ঝিনাইদহে পরিবার পরিকল্পনা কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ১০:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহে নিয়োগবিধি-২০২৪ বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা ১০ দিনের কর্মবিরতি শুরু করেছেন।
মঙ্গলবার সকাল থেকে জেলা সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা কর্মবিরতিতে অংশ নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীরা ঘোষণা দেন, কর্মবিরতির সময় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহের সব কার্যক্রম তারা বর্জন করবেন। অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন পরিবার কল্যাণ সহকারী রেহেনা পারভীন, কেয়া রানী প্রামানিক, পরিবার পরিকল্পনা পরিদর্শক জিয়াউর রহমান, পরিদর্শিকা অর্চনা রানী বিশ্বাসসহ আরও অনেকে।
বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা কর্মীরা প্রসূতি স্বাস্থ্য, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি সেবা এবং টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরেই রাজস্ব খাতে চাকরি করেও তারা পদোন্নতি বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত নিয়োগবিধি-২০২৪ কার্যকর করার দাবি জানান তারা।
কর্মীদের এই কর্মবিরতি আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।
১০৭ বার পড়া হয়েছে