কুষ্টিয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৪:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর পরিবর্তে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদীকে মনোনয়ন দেওয়ার দাবিতে একাংশের নেতা-কর্মীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার বিকেল চারটায় কুমারখালী গোলচত্বরে “সর্বস্তরের জনগণ” ব্যানারে আয়োজিত মানববন্ধনে নারী, পুরুষ ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে নানা প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন কুমারখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে যারা দলের পাশে থেকেছেন, তাদের বাদ দিয়ে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি গত ১৭ বছর মাঠে ছিলেন না। তৃণমূল এই সিদ্ধান্তে হতাশ। তিনি দ্রুত মনোনয়ন পরিবর্তন করে শেখ সাদীকে প্রার্থী করার দাবি জানান।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, তৃণমূলের কর্মীরা তারুণ্যের প্রতীক শেখ সাদীর পক্ষেই রয়েছেন। তাঁর মতে, সাদী মনোনয়ন পেলে এ আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।
এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান অভিযোগ করেন, রুমীকে রেখে নির্বাচন করলে ধানের শীষের জন্য প্রতিদ্বন্দ্বিতা কঠিন হয়ে পড়বে। তিনি দাবি করেন, শেখ সাদী দীর্ঘদিন ধরে দুই উপজেলার সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় সাধারণ মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা বেশি।
৩ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন তালিকা প্রকাশের পর থেকেই কুষ্টিয়া-৪ আসনে রুমীর প্রার্থিতা নিয়ে বিরোধ দেখা দেয়। এরপর থেকেই শেখ সাদীর সমর্থকেরা ধারাবাহিকভাবে বিক্ষোভ ও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মনোনয়ন পরিবর্তনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
১২৮ বার পড়া হয়েছে