ভাইয়ের সঙ্গে দেখা করতে তিন সপ্তাহ ধরে অনুমতি পাননি বোনরা
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোন বলেছেন, তারা তাদের ভাইয়ের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন না।
নোরিন নিয়াজি, আলিমা খান ও ড. উজমা খান জানিয়েছে, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তারা আদিয়ালা কারাগারে থাকা ইমরানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি।
এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে ইমরান খানের মৃত্যু সংক্রান্ত গুজব ও জল্পনা তীব্র হয়েছে। আফগানিস্তানের একটি সূত্রভিত্তিক গণমাধ্যম দাবি করেছে, আদিয়ালা কারাগারে ইমরানকে হত্যার চেষ্টা করা হয়েছে। যদিও এই দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
পাকিস্তানের সরকারি কর্মকর্তারা এই খবর অস্বীকার করেছেন। তারা জানিয়েছেন, ইমরানের হত্যার বিষয়টি নতুন নয়; এর আগেও এমন গুজব ছড়ানো হয়েছিল এবং তা ভুয়ো প্রমাণিত হয়েছে।
পরবর্তীতে, ইমরানের বোন আলিমা খান ও পিটিআই সমর্থকরা পুলিশের সঙ্গে আলোচনার পর তাদের অবস্থান কর্মসূচী প্রত্যাহার করেন। পাকিস্তানি পুলিশ আশ্বস্ত করেছে যে, পরিবারকে আবার ইমরানের সঙ্গে সাক্ষাৎ করানোর ব্যবস্থা করা হবে। এ বিষয়ে বৃহস্পতিবার এবং আগামী মঙ্গলবার সাক্ষাতের নিশ্চয়তা দেওয়া হয়েছে।
এভাবে শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ শেষ হয়।
১২১ বার পড়া হয়েছে