সাহিত্য
তাহারেই পরে মনে, ক্ষণে ক্ষণে অগোচরে।
অভিমান
রুমানা আক্তার
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৮:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তাহারেই পরে মনে, ক্ষণে ক্ষণে অগোচরে।
আঁখি মেলে খুঁজি তারে হইয়া কাতর।
আড়শী বাড়ির পড়শী সে জন দেখিয়া দেখেনা, দেখা করে বিসর্জন।
ডাকিয়া ডাকিয়া ফিরে যাই তবু না দেখে সে পিছু।
থাক না হয় মান ভাঙ্গিওনা আর
দেখবোনা তোমায়
মুছে নিবো অশ্রু সজল নয়নের জল
মেখে নিবো কাজল কিছু।
১৩০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন