খুলনায় বাউল আবুল সরকারের মুক্তি দাবিতে মানববন্ধনে হামলা
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৫:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনায় বাউল আবুল সরকারের মুক্তি ও দেশজুড়ে মাজার-দরগাহ ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত গণতান্ত্রিক ছাত্রজোটের মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে।
বুধবার বিকেলে নগরের শিববাড়ী মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কিল–ঘুষি ও লাঠির আঘাতে ছাত্রজোটের কয়েকজন কর্মী আহত হন। হামলাকারীরা তাঁদের ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেয়।
ছাত্রজোট সূত্র জানায়, বাউলশিল্পীদের ওপর হামলা, মাজার-খানকা ভাঙচুর এবং ধর্মীয় সহিংসতার প্রতিবাদে সারা দেশে কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে খুলনায় মানববন্ধন দেওয়া হয়। একই সময়ে ‘ছাত্র-জনতা’ ব্যানারে আরেকটি দল সেখানে বিক্ষোভের ঘোষণা দেয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে ছাত্রজোট মানববন্ধনের প্রস্তুতি নিলে অপর দলটিও সেখানে অবস্থান নেয়। বিকেল পাঁচটার দিকে ছাত্রজোটের নেতা-কর্মীরা ব্যানার হাতে সড়কে নামামাত্রই তাঁদের ওপর হামলা চালানো হয়।
ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক সজীব খান অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই ‘ছাত্র-জনতা’র ব্যানারে উপস্থিত হওয়া আপ বাংলাদেশ ও শিবিরের কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। তবে আপ বাংলাদেশের খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফয়জুল্লাহ শাকিল দাবি করেন, ছাত্রজোটের কর্মীরাই আগে তাঁদের একজনকে মারধর করেছিলেন।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি কবির হোসেন বলেন, বাম সংগঠনগুলোর মানববন্ধনে ‘ছাত্র ও সাধারণ জনতা’ হামলা করে। কয়েকজন আহত হলেও কেউ গুরুতর নয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। ব্যানার পোড়ানোর অভিযোগে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ আগে থেকেই পরিস্থিতি শান্ত রাখতে মোতায়েন ছিল।
১২১ বার পড়া হয়েছে