লটারি ভিত্তিক এসপি নিয়োগে মেধাবীদের কেউ বাদ পড়েনি: উপদেষ্টা
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ ৮:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) নিয়োগ প্রক্রিয়ায় কোনো মেধাবী কর্মকর্তা বঞ্চিত হয়নি বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, 'সমাজের প্রতিটি স্তরেই এখনো দুর্নীতি রয়েছে। এটি পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও সরকার নিয়মিতভাবে তা কমানোর চেষ্টা করে যাচ্ছে। সড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ না হলেও নিয়ন্ত্রণের প্রচেষ্টা অব্যাহত আছে।'
তিনি জানান, এসপি নিয়োগের ক্ষেত্রে দেশের ৬৪ জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তিনটি ক্যাটাগরিতে-এ, বি ও সি-বিভক্ত করা হয়। আগের ১৮ জন এসপিকে পদায়ন থেকে সরিয়ে নতুন কর্মকর্তাদের সেখানে নিয়োগ দেওয়া হয়। এরপর বাকি পদগুলোতে লটারির মাধ্যমে কর্মকর্তা নির্বাচন করা হয়েছে। 'এ প্রক্রিয়ায় যোগ্য বা মেধাবী কেউ বাদ পড়েনি,' বলেন তিনি।
এর আগে ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করতে লটারি অনুষ্ঠিত হয়।
পুলিশের একটি সূত্র জানায়, সাধারণত তিন বছরের জন্য জেলা এসপি পদায়ন করা হয়। ফলে বর্তমান পদায়নপ্রাপ্ত কর্মকর্তারাই নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন। তবে তফসিল ঘোষণার পর দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে চলে গেলে প্রয়োজনে কমিশন বদলি বা পদায়ন করতে পারে।
আরও জানা যায়, লটারির আগে পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের যাচাই করে একটি ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়। সেখান থেকে লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি নির্বাচন করা হয়। এ ক্ষেত্রে পূর্বে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকার বাইরে রাখা হয়।
১১৯ বার পড়া হয়েছে