নির্বাচন পর্যন্ত ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ ৭:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নির্বাচনকালীন সময়ে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক ও ঝামেলামুক্ত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়, অত্যাবশ্যকীয় ও অনিবার্য কারণ ছাড়া কোনো ব্যাংক-কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা কিংবা অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বিদেশ ভ্রমণে যেতে পারবেন না।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, নির্বাচন ঘিরে প্রশাসনিক শূন্যতা বা ব্যাংক পরিচালনায় সম্ভাব্য বিঘ্নতা এড়াতে সীমিত ভ্রমণনীতি গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল ব্যক্তিদের অনুপস্থিতি ব্যাংকিং সেবাকে ব্যাহত করতে পারে-এই আশঙ্কা থেকেই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করেছে, যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে।
১১৭ বার পড়া হয়েছে