সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ৩:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় নবাগত জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সঙ্গে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে রোববার (২৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নিজেই।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী।

সভায় অংশগ্রহণকারীরা তাঁদের নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও প্রয়োজনীয়তা তুলে ধরে করণীয় বিষয়ে মতামত পেশ করেন।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সভায় বলেন, উন্নয়ন ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে একসঙ্গে এগিয়ে নিতে প্রশাসনিক দপ্তরগুলোর সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। তিনি সাইবার নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং জনসেবা প্রদানের পদ্ধতি আধুনিকায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, প্রশাসনের সব কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব করতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সভা শেষে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন