সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে ডিসিকে স্বাগত জানাতে সভায় আসেননি মূলধারার সাংবাদিকরা

কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি 
কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি 

বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেনকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী।

তবে সভায় উপজেলার মূলধারায় কাজ করা অধিকাংশ সাংবাদিককে বাদ রেখে মাত্র কয়েকজন নামসর্বস্ব সাংবাদিককে ডাকার অভিযোগে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

জানা যায়, ৮ নভেম্বর রাতে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পরিবর্তন করে মোহাম্মদ ইকবাল হোসেনকে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি ১৮ নভেম্বর জেলামুখ্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে প্রথম মতবিনিময় করেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) দৌলতপুর উপজেলা অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কিন্তু অভিযোগ উঠেছে-ইউএনও আব্দুল হাই সিদ্দিকী প্রকৃত ও পরিচিত গণমাধ্যমকর্মীদের না জানিয়ে মাত্র কয়েকজন নামমাত্র সাংবাদিককে সঙ্গে নিয়েই সভাটি আয়োজন করেন। বিষয়টি স্থানীয় সাংবাদিক সমাজ গভীর অসন্তোষের সঙ্গে গ্রহণ করেছে।

স্থানীয় মূলধারার সাংবাদিকরা জানান, গুরুত্বপূর্ণ সভা-সমাবেশে ইউএনও দীর্ঘদিন ধরে একই ধরনের আচরণ করে আসছেন, যা প্রশাসন ও গণমাধ্যমের স্বাভাবিক সম্পর্ককে বাধাগ্রস্ত করছে।

দৈনিক জনকণ্ঠের দৌলতপুর প্রতিনিধি সাইদুল আনাম বলেন, 'ইউএনও দৌলতপুরে যোগদানের পর থেকেই আইন-শৃঙ্খলা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানে মূলধারার সাংবাদিকদের বাদ দিয়ে কয়েকজন নামসর্বস্ব ব্যক্তিকে নিয়ে সভা করেন।'

দৈনিক যুগান্তরের প্রতিনিধি মানজারুল ইসলাম খোকন জানান, ইউএনও’র দায়িত্ব গ্রহণের এক বছর পেরোলেও তিনি কখনো কোনো সভায় উপস্থিত থাকার দাওয়াত পাননি। তার মতে, জেলা প্রশাসকের মতবিনিময় সভার মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অবশ্যই দৌলতপুরে কর্মরত মূলধারা সাংবাদিকদের আমন্ত্রণ জানানো উচিত ছিল।

দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি তামিম আদনান বলেন, 'ইউএনও মহোদয় যেন অজানা কারণে মূলধারার সাংবাদিকদের এড়িয়ে চলেন। মোবাইলে যোগাযোগ হলেও তার দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের বিষয়ে আমাদের জানানো হয় না। বারবার বলার পরও তিনি এ বিষয়ে গুরুত্ব দেননি।'

মানবজমিন, যুগান্তর, জনকণ্ঠ, কালবেলা, ইনকিলাব, দৈনিক সংবাদ, দৈনিক বাংলা, বাংলাদেশের খবর, এশিয়ান টেলিভিশন, মোহনা টিভিসহ দেশের পরিচিত গণমাধ্যমের কোনো প্রতিনিধিকেই সভায় ডাকা হয়নি বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে ইউএনও আব্দুল হাই সিদ্দিকী বলেন, 'জেলা প্রশাসকের সঙ্গে দৌলতপুর উপজেলার সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভাই অনুষ্ঠিত হয়েছে। আলাদাভাবে কোনো সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। যারা এসেছেন, তারা ডিসি স্যার আসবেন শুনে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন।'

৪৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন