সর্বশেষ

সারাদেশ

কালিগঞ্জে বিএনপির জনসভা: ভোটের আহ্বান কাজী আলাউদ্দীনের 

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ ৬:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন বলেছেন, সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে এবং আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) বিকালে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় হাজার হাজার দলীয় নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

কাজী আলাউদ্দীন বলেন, “আমি আগে এমপি থাকাকালীন এই অঞ্চলের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ ও কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। আগামী নির্বাচনে বিজয়ী হলে এ অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে এবং কালিগঞ্জ ও আশাশুনিকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে।”

তিনি আরও বলেন, দলীয় নেতা-কর্মীরা সকল ভেদাভেদ ভুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।

সভায় জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবাদুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। অনুষ্ঠান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ রফিকুল ইসলাম বাবু।

উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীসহ হাজার হাজার সমর্থক।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন