দেশের বাজারে ভরিতে ১,৩৬৪ টাকা কমেছে সোনার দাম
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৪:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন সমন্বয় অনুযায়ী প্রতি ভরি সোনার দাম কমেছে ১ হাজার ৩৬৪ টাকা। এতে ২২ ক্যারেট সোনার নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম আজ বুধবার (১৯ নভেম্বর) থেকেই কার্যকর হচ্ছে।
সোনার নতুন মূল্য তালিকা-
২২ ক্যারেট: প্রতি ভরি ২,০৬,৯০৮ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ১,৯৭,৪৯৫ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৬৯,২৯১ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৪০,৭৬১ টাকা
বাজুস জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন ও মানের ওপর ভিত্তি করে মজুরিতে তারতম্য থাকতে পারে।
এদিকে রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই রুপার প্রতি ভরির দাম—
২২ ক্যারেট: ৪,২৪৬ টাকা
২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা
১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা
সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা।
১০৫ বার পড়া হয়েছে