রায়ান উইলিয়ামস থাকছেন দর্শক, ভারত ম্যাচে মাঠে নামবেন না
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের নতুন সংযোজন রায়ান উইলিয়ামস বাংলাদেশ বনাম ভারতের ম্যাচে মাঠে নামবেন না।
অস্ট্রেলিয়া প্রবাসী এই ফরোয়ার্ডকে নিয়ে কোচ খালিদ জামিলের পরিকল্পনা ফিফার চূড়ান্ত অনুমোদনের অভাবে ভেস্তে গেল।
২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ছিল। ভারতীয় টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্ত পর্যন্ত ফিফার অনুমোদনের অপেক্ষায় ছিল। যদিও ফুটবল অস্ট্রেলিয়ার ছাড়পত্র মিলেছে, ফিফা সদর দপ্তর থেকে অনুমোদন না আসায় উইলিয়ামসকে মাঠে নামানো সম্ভব হয়নি।
উল্লেখ্য, উইলিয়ামস ছয় মাস আগে অস্ট্রেলিয়ান পাসপোর্ট ত্যাগ করে ভারতীয় পাসপোর্ট গ্রহণের প্রক্রিয়া শুরু করেছিলেন। তার শেকড় মূলত ভারতেই। তার নানা লিংকন গ্রোস্টেট ১৯৫০-এর দশকে ওয়েস্টার্ন ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের হয়ে খেলেছিলেন। এছাড়া তার যমজ ভাই অ্যারিনও ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে আই-লিগে নেরোকারের হয়ে খেলে অভিজ্ঞতা অর্জন করেছেন।
ক্লাব ক্যারিয়ারে উইলিয়ামস যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় অনেক বছর খেলেছেন। ২০১৬ সালে বার্নসলের হয়ে তিনি ইংলিশ ফুটবল লিগ ট্রফি জিতেছিলেন। ২০২৩ সালে বেঙ্গালুরু এফসিতে যোগ দিয়ে ৪৬ ম্যাচে ১৩ গোল করেছেন এবং আরও ৫টি গোলের সহযোগিতা করেছেন।
অন্যদিকে, বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি স্ট্রাইকার মোহাম্মদ আল-আমিন, মোরশেদ আলী, গোলরক্ষক পাপ্পু হোসেন ও ডিফেন্ডার রহমত মিয়ার। চোটাক্রান্ত রহমত মিয়া এবং মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় কিউবা মিচেল দলে যুক্ত হয়েছেন। দলের অন্যতম ভরসা শেখ মোরসালিন হালকা চোট থাকলেও তিনি ভারত ম্যাচে থাকছেন।
১১৪ বার পড়া হয়েছে