সর্বশেষ

আইন-আদালত

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের আদেশ, সাবেক আইজিপি মামুনের ৫ বছরের জেল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৪ এর জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

রায়টি ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বেঞ্চ, যা প্রধান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে পরিচালিত হয়। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

এ মামলায় পলাতক রয়েছেন শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তবে সাবেক আইজিপি মামুনকে গ্রেফতার করে প্রায় এক বছর ধরে কারাগারে রাখা হয়েছে। তিনি ইতিমধ্যেই ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান করেছেন। তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি আইনজীবীরাও উপস্থিত ছিলেন। আদালত জানিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। পাশাপাশি সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে।

আদালতের এই রায়ের ফলে দেশের রাজনৈতিক পরিবেশে নতুন আলোচনা ও প্রতিক্রিয়ার ধারা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন