ট্রাইব্যুনাল চত্বরে অবস্থান নিয়েছে শহীদ পরিবারের সদস্যরা
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৫:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাই গণহত্যা মামলার রায় ঘোষণার অপেক্ষায় সোমবার সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বরে জড়ো হয়েছেন শহীদ পরিবারের সদস্যরা এবং গণঅভ্যুত্থানে অংশ নেয়া সাধারণ মানুষ।
শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই জানিয়েছেন, তারা মামলার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন। তার দাবি, রায় ঘোষণার পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা উচিত।
কিছুক্ষণ পরে রায় ঘোষণা শুরু হবে। রায় শুনতে সকালেই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।
রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকাজুড়ে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সকাল থেকেই দায়িত্ব পালন করছেন। এর আগে গত বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রশাসনের অনুরোধে সেনা মোতায়েন করা হয়েছিল, যা আজও বজায় রাখা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা কঠোর নজরদারিতে রেখেছে।
১০৯ বার পড়া হয়েছে