জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপ শুরু
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৫:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) ধারাবাহিক সংলাপ শুরু করেছে।
আজ শনিবার (১৬ নভেম্বর) সকালে ৬টি দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি। বিকালে আরও ৬টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত সংলাপে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি।
দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত সংলাপে অংশ নেবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আগামী সোমবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ছয়টি দলের সঙ্গে সংলাপ হবে। এতে অংশ নেবে বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংলাপে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পাটি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
১০৮ বার পড়া হয়েছে