সর্বশেষ

খেলা

ইডেনে বোলারদের দাপট: দুই ইনিংসেই ধস, স্বল্প লিডে থামল ভারত

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ৮:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছয় বছর পর ইডেন গার্ডেনসে ফিরে আসা টেস্টে ব্যাটারদের নয়, পুরোটা জুড়ে ছিল বোলারদের কর্তৃত্ব। ম্যাচের প্রথম ইনিংসেই দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৫৯ রানে গুটিয়ে দিয়ে শুরুতে দারুণ সুবিধা নেয় ভারত।

দুর্ধর্ষ বোলিংয়ে সাফল্যের শিরোপা বাঁধেন জাসপ্রিত বুমরাহ- ১৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে তাঁর ঝুলিতে পাঁচ উইকেট।

টস জিতে ব্যাটিংয়ে নামা প্রোটিয়ারা ওপেনিং জুটিতে ৫৭ রানের ভিত্তি পায়। তবে বুমরাহর আঘাতে ভেঙে পড়ে সেই প্রতিরোধ। রিকেলটন (২৩) ও মার্করামকে (৩১) ফিরিয়ে দেন তিনি। ১২০ রানে ৫ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত মাত্র ৩৯ রান যোগ করেই অলআউট হয়। সিরাজ ও কুলদীপ যাদব নেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটাও ছিল সতর্ক। প্রথম দিন ৩৭ রানে ১ উইকেট হারিয়ে দিন শেষ করলেও দ্বিতীয় দিনে আর চাপ সামলাতে পারেনি স্বাগতিকরা। কেএল রাহুল ১১৯ বল লড়াই করে ৩৯ রান করলেও দলের স্কোর বড় করতে ব্যর্থ হন। নাইট ওয়াচম্যান ওয়াশিংটন সুন্দর ২৯ রান করে অবদান রাখেন। এছাড়া ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজা করেন সমান ২৭ রান।

ইনিংসের মাঝেই বড় ধাক্কা আসে ভারতের জন্য। অধিনায়ক শুভমন গিল মাত্র ৪ রান করে ঘাড়ে ব্যথা অনুভব করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন এবং আর ব্যাটিংয়ে ফিরতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যেও দেখা যায় সমান আগ্রাসন। স্পিনার সিমন হার্মার ৩০ রান দিয়ে চারটি উইকেট নেন, মার্কো ইয়ানসেন শিকার করেন তিনটি। ফলে ভারত প্রথম ইনিংসে ১৮৯ রানে অলআউট হয়ে মাত্র ৩০ রানের লিডেই থেমে যায়।

ইডেনের এই টেস্টে দুই পক্ষের বোলাররাই দাপট দেখিয়ে ম্যাচটিকে করে তুলেছেন রোমাঞ্চকর ও অনিশ্চিত।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন