সর্বশেষ

জাতীয়

নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকায় থাকবে : সিইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ ৯:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেবে আর নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে- এটাই ইসির লক্ষ্য।

তবে খেলোয়াড়রা যদি সহযোগিতা না করে, তাহলে কমিশনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়তে পারে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া বিতর্কিত হয়ে উঠবে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সূচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হয়।

সংলাপে সভাপতিত্ব করেন সিইসি নাসির উদ্দীন। সূচনা বক্তব্য দেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। এছাড়া চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি এলাকায় পোস্টার ঝুলানো নিয়ে অসন্তোষ প্রকাশ করে সিইসি বলেন, 'ইসি স্পষ্টভাবে পোস্টার নিষিদ্ধ করেছে। তারপরও পুরো ঢাকা শহর পোস্টারে ছেয়ে আছে, যা অনভিপ্রেত। দলগুলো যদি স্ব-উদ্যোগে এসব পোস্টার সরিয়ে ফেলে, সেটিই হবে সবচেয়ে ভদ্র পদক্ষেপ।” তিনি আরও বলেন, “আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কমিশন কোনোভাবেই ছাড় দেবে না।'

বিশেষ পরিস্থিতিতে এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের বিষয়টি উল্লেখ করে সিইসি বলেন, 'কমিশনের ওপর নানা চাপ রয়েছে। তাই আগের চেয়ে এখন আমাদের আরও বেশি সহযোগিতা দরকার রাজনৈতিক দলগুলোর কাছ থেকে।'

সামাজিক যোগাযোগমাধ্যমে অপব্যবহার প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, 'সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এখন এক ধরনের মুসিবত বা বড় বিপদে পরিণত হয়েছে।'

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন