আন্তর্জাতিক
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
দিল্লির পর ইসলামাবাদে আদালত সংলগ্ন বিস্ফোরণ, ১২ নিহত
ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
ইসলামাবাদ পুলিশের একজন মুখপাত্র আজ মঙ্গলবার জানান, 'বিস্ফোরণের ধরন নির্ধারণ করা হচ্ছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরই বিস্তারিত জানা যাবে।'
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পুলিশ ভ্যানের পাশেই কয়েকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছেন। সাধারণত আদালতে মামলা–সংক্রান্ত কাজে আসা দর্শনার্থী ও সাধারণ মানুষ প্রচুর থাকেন।
এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে লালকেল্লা মেট্রোস্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছেন। ঘটনার সময় বহু মানুষ আহত হয়েছেন।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর