আবু সাঈদ হত্যার মামলায় আসামিদের সাক্ষ্যগ্রহণ শুরু
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৬:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা তদন্তের অংশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্যগ্রহণ চলছে।
মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মঙ্গলবার দুজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হতে পারে। এর আগে সোমবার (১০ নভেম্বর) রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খান ১২ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। তিনি হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ কর্মকর্তা ও কয়েকজন শিক্ষক-কর্মচারীর নাম উল্লেখ করেছেন।
সাক্ষ্যগ্রহণের পর তাকে পলাতক ও উপস্থিত আসামিদের পক্ষে স্টেট ডিফেন্সসহ অন্যান্য আইনজীবীরা জেরা করেছেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, সঙ্গে ছিলেন আবদুস সোবহান তরফদার, মঈনুল করিম, সুলতান মাহমুদ ও অন্যান্যরা।
সাক্ষ্যগ্রহণ পূর্বে কিছু কারণে কয়েকবার পিছিয়েছে। ৪ নভেম্বর সাক্ষী অনুপস্থিত থাকায় এবং এর আগে ২১ অক্টোবর ও ১৩ অক্টোবর সাক্ষ্যগ্রহণ পেছানো হয়েছিল।
মামলার প্রাথমিক দিনে পুলিশের দুই উপপরিদর্শক, ফরেনসিক বিশেষজ্ঞ ও সংবাদকর্মীসহ একাধিক সাক্ষীর জবানবন্দি এবং তাদের জেরার কাজ সম্পন্ন হয়েছে। সাক্ষীরা নিহত শিক্ষার্থীকে হাসপাতালে নেয়ার প্রক্রিয়া, হামলার সময়কার ঘটনা এবং অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিস্তারিতভাবে তুলে এনেছেন।
১০৫ বার পড়া হয়েছে