সারাদেশ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা এক ব্যক্তি পুড়ে মারা গেছেন।
গভীর রাতে ফুলবাড়িয়ায় বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত একজনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৪:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা এক ব্যক্তি পুড়ে মারা গেছেন।
সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভালুকজান এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে আলম এশিয়া পরিবহনের একটি বাস পার্ক করা ছিল। ওই বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন জুলহাস মিয়া (৪০)। জুলহাস মিয়াকে বাসটির চালক বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা তিনজন ব্যক্তি মাত্র তিন সেকেন্ডের মধ্যে বাসে আগুন দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এতে ভেতরে থাকা জুলহাস মিয়া পুড়ে মারা যান।
তিনি আরও জানান, ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
১১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর