সর্বশেষ

জাতীয়

সকাল-সন্ধ্যা ৮ জায়গায় বিস্ফোরণ, ৩ বাসে আগুন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৩:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মোট আটটি স্থানে ককটেল বিস্ফোরণ এবং তিনটি স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যদিও নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

মোহাম্মদপুরে ‘প্রবর্তনা’র সামনে বিস্ফোরণ
সকাল ৭টার দিকে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ও কবি ফরহাদ মজহারের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’র সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা দুজন ব্যক্তি ককটেল ছুড়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

ধানমন্ডি ও মিরপুরেও বিস্ফোরণ

একই সময়ে ধানমন্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টার এবং ইবনে সিনা হাসপাতালের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সকালে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়। সন্ধ্যায় আরও বিস্ফোরণ ঘটে মৌচাক, মিরপুর ১০, খিলগাঁও ও শেরেবাংলা নগরে।

বাসে আগুন তিন স্থানে
সকাল পৌনে ৬টার দিকে শাহজাদপুরে ভিক্টর পরিবহনের একটি বাস এবং কিছুক্ষণ পর বাড্ডায় আকাশ পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যায় ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাসেও অগ্নিসংযোগ করা হয়। তিনটি ক্ষেত্রেই কোনো যাত্রী হতাহত হননি।

আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা
আওয়ামী লীগের আগামী বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, এসব ঘটনায় কোনো নির্দিষ্ট কর্মসূচির সঙ্গে সম্পর্ক আছে কি না, তা তদন্তাধীন।
তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, “ঘটনাগুলো আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হচ্ছে, তবে তদন্ত অব্যাহত রয়েছে।”

মানিকগঞ্জে বাসে অগ্নিসংযোগ

এদিন সন্ধ্যায় মানিকগঞ্জের পাটুরিয়া লিংক রোডের পাশে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী একটি খালি বাসে আগুন দেওয়া হয়। স্থানীয় বিএনপি নেত্রী আফরোজা খানম রিতা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, বিএনপি কখনোই নাশকতাকে সমর্থন করে না।

ডিবি পুলিশের পৃথক অভিযানে রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

আগামী বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকা ও জাতীয় ঈদগাহে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। একইসঙ্গে ডিএমপি প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্ট সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন