থাই-মালয়েশিয়ার সীমান্তে নৌকাডুবি, ৭ জনের মৃত্যু, ২ বাংলাদেশিসহ ১৩ উদ্ধার
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৫:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মালয়েশিয়ার উপকূলে অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে, এবং ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দু’জন বাংলাদেশি রয়েছেন। তবে এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।
মালয়েশিয়ার কোস্টগার্ড জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটি লাংকাউই দ্বীপের কাছে ডুবে যায়। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, নৌকাটি দুই সপ্তাহ আগে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রায় ৩০০ রোহিঙ্গা ও বাংলাদেশিকে বহন করে যাত্রা শুরু করেছিল। পরে বড় নৌকাটি কয়েকটি ছোট নৌকায় ভাগ হয়ে মালয়েশিয়ার দিকে রওনা হয়।
রোববার (৯ নভেম্বর) উদ্ধার অভিযান শুরু হয় এবং মালয়েশিয়ার সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান বর্তমানে ১৭০ থেকে ২৫৬ বর্গ নটিক্যাল মাইল এলাকায় সম্প্রসারিত হয়েছে। তারা আশা করছে, অভিযান অন্তত সাত দিন চলবে।
মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহটি একজন রোহিঙ্গা নারীর। ডুবে যাওয়া নৌকায় প্রায় ৭০ জন যাত্রী ছিল, তবে অন্য নৌকাগুলোর অবস্থান এখনও অনিশ্চিত।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর হত্যাযজ্ঞ চালানোর পর লাখো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল।
১০৬ বার পড়া হয়েছে