বান্দরবানে জলবায়ু-সহনশীল স্বাস্থ্যসেবা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ৫:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জলবায়ু-সহনশীল যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা (SRHR) ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিরাক-বাংলাদেশের উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বান্দরবান হলিডে ইন রিসোর্টে অনুষ্ঠিত এই কর্মশালার আয়োজন করে সিরাক-বাংলাদেশ, যেখানে সহায়তা প্রদান করে ইউএনএফপিএ বাংলাদেশ ও সুইডিশ উন্নয়ন সহযোগি সংস্থা সিডা (Sida)।
কর্মশালায় বান্দরবান জেলার বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ২০ জন সেবাপ্রদানকারী- যাদের মধ্যে ছিলেন SACMO, মিডওয়াইফ, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. লেলিন তালুকদার, এবং বিশেষ অতিথি ছিলেন সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস. এম. সৈকত।
সেশন পরিচালনা করেন চাঁদপুর নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাকটর রিভা তঞ্চঙ্গ্যা এবং জেপাইগো জেলা এসআরএইচআর কো-অর্ডিনেটর সুমথং ম্রো।
গ্রুপ ওয়ার্কের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিশ্লেষণ করেন, কীভাবে জলবায়ু পরিবর্তন- যেমন বন্যা, পাহাড়ধস, অতিবৃষ্টি- বান্দরবানের প্রজনন স্বাস্থ্যসেবায় প্রভাব ফেলে এবং সীমিত সম্পদ ব্যবহার করে কীভাবে সেবা অব্যাহত রাখা যায়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. লেলিন তালুকদার বলেন, কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে সরকার ইতোমধ্যেই সেবা গ্রহণের সময়সীমা বৃদ্ধি করেছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবার মান বাড়াতে হলে সেবাদানকারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য।
সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস. এম. সৈকত বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগে স্বাস্থ্যসেবা ব্যাহত না হয়—এ বিষয়ে সরকার ও উন্নয়ন সংস্থাগুলো সচেষ্ট। তবে সেবাপ্রদানকারীদেরও দায়িত্ব নিতে হবে যাতে নারী-পুরুষ ও কিশোর-কিশোরীরা প্রয়োজনীয় সেবা পেতে উৎসাহিত হয়।
কর্মশালাটি পরিচালনা করেন সিরাক-বাংলাদেশের অ্যাডভোকেসি স্পেশালিস্ট মিজানুর রহমান আকন্দ এবং প্রজেক্ট ম্যানেজার লুতফা পাঠান। এছাড়া উপস্থিত ছিলেন মো. ইমরান হোসেন, ডেপুটি ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন), সিরাক-বাংলাদেশ।
অংশগ্রহণকারীরা গ্রুপ কার্যক্রমের মাধ্যমে সার্ভিস ডেলিভারিতে বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করে জলবায়ু-সহনশীল সমাধান প্রস্তাব করেন।
এই কর্মশালাটি বান্দরবানে জলবায়ু-সহনশীল SRHR সেবা উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। অংশগ্রহণকারীদের সুপারিশ ভবিষ্যতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বাস্থ্যনীতি প্রণয়নে দিকনির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে।
১০৬ বার পড়া হয়েছে