নির্বাচন হবে উৎসবমুখর নিরপেক্ষ, কোনো হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী, নির্বাচন নিয়ে কারও কোনো হুমকি নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর পরিবেশে।
বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রশাসনের প্রস্তুতি ও করণীয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি গাজীপুরের স্থানীয় কিছু সমস্যা নিয়েও মতবিনিময় করা হয়।
তিনি বলেন, নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন সময়ে গুজব ছড়ানো হয়। তবে সাংবাদিকরা সত্য প্রকাশ করায় এসব গুজব অনেকটাই কমে গেছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, সমাজের দুই বড় সমস্যা দুর্নীতি ও মাদক। এই দুটি থেকে মুক্তি পেতে হলে সবাইকে সচেতন হতে হবে। মাদক এখন গ্রাম থেকে শহর সবখানে ছড়িয়ে পড়েছে। তাই সমাজের সব স্তরের মানুষের সহযোগিতায় এ সমস্যার মোকাবিলা করতে হবে।
তিনি জানান, বর্তমানে গাজীপুরে পুলিশ সংকট থাকায় অতিরিক্ত সাড়ে ছয় শত পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচনের সময় এ সংখ্যা আরও বাড়ানো হবে।
আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনে মুক্তির বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, জামিনে বের হয়ে কেউ যদি অপরাধে জড়ায়, তবে তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।
১০৫ বার পড়া হয়েছে