সাহিত্য
ব্যাগের ভেতর কী আছে?
আমি রাজার লোক
মাসুদুল হাসান রনি
মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ৫:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্যাগের ভেতর কী আছে?
আলু, পটল?
জ্বি আছে।
ডিম, ডাল, তেল, ঘি আছে?
মাছ, মাংশ?
জ্বি আছে।
জিরা, মশলাপাতি আছে?
গোলমরিচ?
জ্বি আছে।
পেঁয়াজ, রসুন ও আদা?
সবই আছে
রে দাদা।
বাপ রে, বিশাল বাজার!
আমি যে লোক
রাজার!
ঠিক আছে
ঠিক আছে
ব্যাগটা রেখে যান হেঁটে
নইলে ভুড়ি
ফেলব কেটে।
কথায় কথায় রাজার লোক?
দলকানা তোর ধ্বংস হোক।
১৯৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর